Image description

গাইবান্ধার সাদুল্লাপুরে ৭০ ঊর্ধ্ব এক বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় জড়িত অভিযুক্ত আইয়ুব আলীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর, মঙ্গলবার বিকালে ধাপেরহাটের জাতীয় মহাসড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নারী-পুরুষসহ সাধারণ জনতা। তারা ধর্ষক আইয়ুব আলীর দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি—ফাঁসির দাবি জানান।

বিক্ষোভে বক্তারা বলেন, “একজন ৭০ বছর বয়সী মায়ের উপর এভাবে পাশবিক নির্যাতন কোনোভাবেই মানবতার সীমার মধ্যে পড়ে না। এমন ঘৃণ্য ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে এ ধরনের অপরাধ আরও বেড়ে যাবে। আমরা এই নরপিশাচের ফাঁসি চাই।”

এর আগে গত ১৯ অক্টোবর (রবিবার) দুপুরে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর গ্রামে এ ন্যক্কারজনক ঘটনাটি ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সাত সন্তানের জননী ওই বৃদ্ধা প্রতিদিনের মতো গরু-ছাগল চরাতে মাঠে গিয়েছিলেন। এ সময় একই গ্রামের আকবর আলীর পুত্র আইয়ুব আলী (৫০) সুযোগ বুঝে তার হাত-মুখ বেঁধে পাশের ফাঁকা হলুদের জমিতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

পরবর্তীতে এলাকাবাসী বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ঘটনার পর থেকেই আলীনগরসহ আশপাশের এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলেন, “এই লোমহর্ষক ঘটনার বিচার না হলে কোনো মা-বোন নিরাপদ থাকবে না।” তারা ধর্ষক আইয়ুব আলীর দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি জানান।

এদিকে পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

“আমরা চাই, এ দেশের প্রতিটি ধর্ষকের বিচার দ্রুত সম্পন্ন হোক, যেন আর কোনো নিরপরাধ মা-বোন এমন লাঞ্ছনার শিকার না হন।”

এই ঘটনার পর থেকে পুরো এলাকায় নেমে এসেছে নিন্দা ও ক্ষোভের ঝড় এবং ন্যায়ের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে স্থানীয় জনতা।