নিরাপদ সড়ক চাই দাগনভূঞা উপজেলা শাখার আয়োজনে “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”, “আইন মেনে সড়কে চলি নিরাপদে বাড়ি ফিরি”, “পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে দাগনভূঞা শাখা বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের আয়োজন করে।
উক্ত র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে নিরাপদ সড়ক চাই দাগনভূঞা শাখার কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল ইসলাম। নিরাপদ সড়ক চাই দাগনভূঞা শাখার সভাপতি দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি'র চেয়ারম্যান নজির আহমেদ কমিশনার, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক অজেয় বাংলার এবং সাপ্তাহিক নবকিরণ এর সম্পাদক শওকত মাহমুদ, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখার, নিসচা’র উপজেলা সহ-সভাপতি নুরুল আফসার, সহ-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী সহ সড়ক যোদ্ধারা। আরও অংশগ্রহণ করেন বাস মালিক সমিতি, সিএনজি মালিক এবং চালক সমিতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ব্যবসায়ী, সাংবাদিক, ছাত্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।




Comments