“সৃষ্টিকর্তা মহান, ভালোবাসা হোক সবার জন্য”—এই মানবিক প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় শিমুলবাড়ী ইউনিয়নে পাঁচ শতাধিক অনাথ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বিকালে খেড়কাটী দ্বি-মুখী উচ্চবিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. জাহিনুর রহমান (বিএসসি) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রাজু সরকার; ৫নং ধর্মপাল ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ; জনাব মো. রোকনুজ্জামান রোকন, ব্যবসায়ী ও সভাপতি, মীরগঞ্জ হাট বণিক সমিতি; জনাব মো. জেনারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, মীরগঞ্জ হাট; এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবক ও শিক্ষকবৃন্দ মো. ইমন সরকার, মো. সাকিব ইসলাম, মো. মাহমুদুল হাসান সজিব, মো. শামীম ইসলাম, মো. মুন হাসান এবং মো. বিপ্লব রায় প্রমুখ।
অনুষ্ঠানের আয়োজক ও উদ্যোক্তা ছিলেন জনাব পরিবাবু, মানবতার দেয়াল, শিমুলবাড়ী, জলঢাকা, নীলফামারী।
বক্তারা বলেন, সমাজের অনাথ ও প্রতিবন্ধী জনগোষ্ঠী আমাদেরই অংশ। তাদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি সামাজিক সচেতনতার প্রতিফলন। এমন উদ্যোগ সমাজে সহানুভূতি, ঐক্য ও ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করবে।




Comments