রাজীবপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে অ্যাডভোকেসি সভা
কুড়িগ্রামের রাজীবপুরে লাইট হাউসের উদ্যোগে উপজেলা পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘রিপোর্ট নাউ বিডি’ ওয়েবসাইটের ভূমিকা নিয়ে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী।
লাইট হাউসের প্রকল্প সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আতাউর রহমান, উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, লাইট হাউসের উপ-পরিচালক মো. সাদিক আল হায়াত, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিগণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী তাঁর বক্তব্যে বলেন, "দুর্যোগকালীন সময়ে ‘রিপোর্ট নাউ বিডি’ ওয়েবসাইট মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ ও সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
সভায় ওয়েবসাইটটির ব্যবহার, গুরুত্ব এবং রিপোর্টিং প্রক্রিয়া বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন, লাইট হাউসের উপ-পরিচালক মো. সাদিক আল হায়াত। বক্তারা দুর্যোগকালীন সচেতনতা বৃদ্ধি ও তথ্য ব্যবস্থাপনায় লাইট হাউসের কার্যক্রমের প্রশংসা করেন।




Comments