
নওগাঁর মান্দা উপজেলায় দ্রুত গতির তিনটি মোটরসাইকেলের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় মান্দা-সাতবাড়িয়া রোডের মিলন ভাটার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই বাইকগুলো দুমড়েমুচড়ে যায় এবং আরোহীরা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই যুবককেই মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতির কারণেই এই ত্রিমুখী সংঘর্ষ ঘটেছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
এদিকে, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, মান্দা-সাতবাড়িয়া রোডে প্রায়শই তরুণরা বেপরোয়া গতিতে বাইক চালায়, যার ফলে দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। তাঁরা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এবং সড়কে পুলিশের নজরদারি বাড়ানোর জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
Comments