Image description

সিরাজগঞ্জের সলঙ্গা থানায় সরকারি দায়িত্ব পালনের সময় পুলিশের ব্যবহৃত একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত ২৩ সেপ্টেম্বর রাতে এই ঘটনা ঘটলেও, প্রায় এক মাস পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো মামলা বা আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর রাতে সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল হক ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিয়াউর রহমান দুটি মোটরসাইকেল নিয়ে নলকা ইউনিয়নের দত্তকুশা উত্তরপাড়া গ্রামে এক আসামিকে ধরতে যান। আসামির বাড়িতে যাওয়ার রাস্তা সংকীর্ণ হওয়ায় তারা পুকুরপাড়ে মোটরসাইকেল দুটি রেখে পায়ে হেঁটে অভিযানে অংশ নেন। অভিযান শেষে ফিরে এসে তারা দেখতে পান, দুটি মোটরসাইকেলের মধ্যে এএসআই জিয়াউর রহমানের ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেও কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার প্রায় এক মাস পার হলেও চুরি যাওয়া মোটরসাইকেলটি এখনো উদ্ধার হয়নি এবং এ বিষয়ে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা মামলাও করা হয়নি।

এ বিষয়ে এএসআই জিয়াউর রহমান বলেন, "বিষয়টি নিয়ে ওসি স্যারের সঙ্গে কথা বলুন।" এসআই মাইনুল হক বলেন, "মোটরসাইকেলটি এখনো উদ্ধার হয়নি, তবে আমরা চেষ্টা চালাচ্ছি।"

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, "যার মোটরসাইকেল চুরি হয়েছে সে অভিযোগ না করলে মামলা হবে কীভাবে?"

স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে— পুলিশের মোটরসাইকেল চুরি হলে যদি আইনি পদক্ষেপ না নেওয়া হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত— তা নিয়েই এখন এলাকায় চলছে আলোচনা ও সমালোচনা।