খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় ত্রিপুরা সম্প্রদায়ের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় রনি বিকাশ ত্রিপুরা, ডেটল ত্রিপুরাকে বুধবার গ্রেপ্তার করার পর বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে আরেক আসামি রিমন ত্রিপুরাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে ভুক্তভোগী কিশোরী আত্মীয়ের সঙ্গে উপজেলার থেকে একটু দুর্গম পাহাড়ি এলাকায় অযোধ্যা কালী মন্দিরে পূজা দেখতে যায়।
এসময় চারজন স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের যুবক তাকে কথা আছে বলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে স্থানীয়ভাবে ধর্ষণের মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে এলাকায় জানাজানি হলে এ ঘটনায় ওই কিশোরীর বোন বাদী হয়ে থানায় মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার তিন আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ত্রিপুরা সম্প্রদায়ের নারী স্বাস্থ্য পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার আরও এক আসামি সুমন ত্রিপুরাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Comments