Image description

চট্টগ্রামের বাঁশখালীতে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে চাচাতো ভাইয়ের হামলায় রিপু আক্তার (৩০) নামের এক গৃহবধূকে ইটের আঘাতে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২০২৫ ইং সকালে উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সেলার বাড়ীতে আপন চাচাতো ভাইয়ের ইটের আঘাতে নিহত হয়েছে বলে জানা যায়। 

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, বাঁশখালী পৌরসভার ৪ নং ওয়ার্ডের লস্কর পাড়া এলাকার নুর মোহাম্মদ মিয়ার স্ত্রী রিপু আক্তার গত মঙ্গলবার তার বাবার বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার সকালে তার পরিবারের সাথে জায়গা জমি বিরোধের জের ধরে স্থানীয় শাহাব মিয়ার পুত্র ফরিদ আহমদ ও তার ছেলে মোঃ শহীদুল্লাহর সাথে কথা কাটাকাটির একপর্যায়ে ইটের আঘাতে তাকে হত্যা করা হয়েছে বলে জানা যায়। নিহত রিপু আক্তার এক কন্যা সন্তানের জননী।

নিহত রিপু আক্তারের ভাইয়ের স্ত্রী হাছিনা বেগম জানান, আজ সকাল আমাদের পরিবারের সাথে জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে ফরিদ আহমদ ও তার ছেলে শহীদ রিপু আক্তারকে মারধর করে ও ইটের আঘাতে গুরুত্বর আহত করে। পরবর্তীতে আমরা তাদের আক্রমণ থেকে রিপু আক্তারকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডাঃ হামিদা আক্তার বলেন, কাথরিয়া এলাকায় মারামারির ঘটনায় রিপু আক্তার নামে এক গৃহবধূকে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আসার আগে তার মৃত্যু হয়েছে। তার গলার নিচে আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম চমেক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।