রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে জাতিগত বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল দশ ঘটিকার সময় উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার ৩ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
উক্ত সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি মোক্তার হোসেন সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কমিটির সদস্য ও সাবেক বাঘাইছড়ি উপজেলা সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম।
এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বাঘাইছড়ি পৌর শাখার সভাপতি মোঃ মহিউদ্দিন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বাঘাইছড়ি উপজেলা শাখার যুগ্ম সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস, পৌর শাখার সাধারণ সম্পাদক নুরুজ্জামান ও উপজেলা সাংগঠনিক সম্পাদক রাফসান হোসেন মাসুদ।
এসময় বক্তারা অভিযোগ করেন, রাঙ্গামাটি জেলা পরিষদের বাঘাইছড়ি উপজেলা সদস্য দেবপ্রসাদ দেওয়ান দায়িত্ব গ্রহণের পর কোটি কোটি টাকা বরাদ্দ পেলেও শুধুমাত্র একটি সম্প্রদায়কে বরাদ্দ দিয়ে বাকিদের বঞ্চিত করেছেন।
এসময় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড, উপজেলা প্রশাসন কর্তৃক সরকারী বিভিন্ন বরাদ্দে বাঙালিদের বঞ্চিত করা হয়েছে। জেলা পরিষদের বাঘাইছড়ি উপজেলার সদস্য বাবু দেবপ্রসাদ দেওয়ান কর্তৃক জেলা পরিষদের সকল বরাদ্দ পাহাড়িদের এলাকায় বাস্তবায়ন করা হচ্ছে। এতে বাঙালিরা বৈষম্যের শিকার হচ্ছে যা '২৪ পরবর্তী বাংলাদেশে তা আশা করিনি।
তারা আরো উল্লেখ করেন, জেলা পরিষদের কফি ও কাজু বাদাম প্রকল্প ৩০২ জনের মাধ্যমে মোট ২৯ কোটি টাকার বরাদ্দ শুধুমাত্র পাহাড়িদের জন্য বরাদ্দ করেছেন, যাতে বাঙালিরা চরম বৈষম্যের শিকার। তারা বাঘাইছড়ি পাহাড়ি চাকরিজীবী উন্নয়ন ফোরামকে জেলা পরিষদ হতে ৩০ লক্ষ টাকার বাজেট দেওয়া হয়েছে কোন যুক্তিতে তা দেবপ্রসাদকে যুক্তি তুলে ধরে বলেন এবং ৭২ ঘণ্টার মধ্যে উক্ত প্রকল্প বাতিল করার আল্টিমেটাম দেন।
এছাড়াও তারা পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর মাঝে সরকারী বরাদ্দ সমবন্টনের আহ্বান জানান। তা না হলে জেলা পরিষদ সদস্য বাবু দেবপ্রসাদ দেওয়ানকে বাঘাইছড়িতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
Comments