‘ছোট ভাই কে লেখলেন, বাবাকে দেখে রাখিস, আমি বাবাকে কিছু খাওয়াতে পারলাম না। বাবা যা খেতে চায় তাই খাওয়াবি,’ ‘নিজ ইচ্ছায় মৃত্যুবরণ করছি, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী থাকবে না’—এমন চিরকুট লিখে রবিউল ইসলাম সাদ্দাম (৩১) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় পীরগঞ্জ উপজেলা বড় দরগাহ ইউনিয়নের বড় দরগাহ বাজারে নিজ দোকান 'সিনহা টেলিকম' নামের একটি ভাড়া দোকান থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিউল ইসলাম সাদ্দাম পীরগঞ্জ উপজেলা বড় দরগাহ ইউনিয়নের রফিকুল ইসলাম মধুর প্রধানের বড় ছেলে। নিহতের বাবা রফিকুল ইসলাম মধু প্রধান বলেন, ‘ছেলের আত্মহত্যার কারণ পরিবারের সবার অজানা। এভাবে চিঠি লিখে ছেলে পরপারে চলে যাবে, কখনো ভাবতেই পারিনি।’
বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে পীরগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’
Comments