কর্ণফুলী থানার ওসির বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ
চট্টগ্রামের কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করছে এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মইজ্জ্যেরটেক এলাকায় 'কর্ণফুলীর সর্বস্তরের জনসাধারণ' ব্যানারে ওসির বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করে।
বক্তারা জানান, ওসি মুহাম্মদ শরীফ থানায় যোগ দেওয়ার পর থেকেই বদলে যেতে থাকে থানার আইনশৃঙ্খলা ব্যবস্থা। মাদক, চুরি, ছিনতাই, দালালি ও নারী নির্যাতন বন্ধসহ নানা অপকর্ম কমতে শুরু করে। পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
হঠাৎ করেই তার বদলির খবরে এলাকার সকল শ্রেণী-পেশার মানুষের মাঝে এক ধরনের শোকের ছায়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে এলাকাবাসী তার বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান।
গত বুধবার বিকেলে সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফকে সিটিএসবিতে বদলি করা হয়। তাঁর পরিবর্তে মো. জাহেদুল ইসলামকে কর্ণফুলী থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
Comments