Image description

নওগাঁ সদর উপজেলা পরিষদ সভা কক্ষে বৃহস্পতিবার অ্যানথ্রাক্স (তড়কা) রোগ প্রতিরোধে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে এই সভা আয়োজিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইবনুল আবেদীন তড়কা রোগকে 'মারাত্মক পশুবাহিত রোগ' উল্লেখ করে অসুস্থ গরু জবাই না করার জন্য কঠোর নির্দেশনা দেন। তিনি মাংস ব্যবসায়ীদের রোগমুক্ত পশুর প্রত্যয়নপত্র সঙ্গে রাখার এবং সরকারি বিধি মেনে গরু জবাই করার অনুরোধ জানান। ইউএনও হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এই নিয়ম মানবে না, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সভায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে একটি সচেতনতামূলক প্রামাণ্যচিত্র উপস্থাপন এবং উপস্থিত সকলকে লিফলেট বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তাসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও মাংস ব্যবসায়ীবৃন্দ।