Image description

বরিশাল নগরীর আলেকান্দা সরকারি কলেজের অবকাঠামোগত সংস্কার ও শিক্ষার পরিবেশ উন্নয়নের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন শেষে তারা আলেকান্দা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা “শিক্ষাবান্ধব ক্যাম্পাস চাই”, “ভবন সংস্কার করো”, “শিক্ষার পরিবেশ ফিরিয়ে দাও” ইত্যাদি স্লোগান দেন। আন্দোলনের অন্যতম সংগঠক তৌহিদুল ইসলাম রোহান শিক্ষার্থীদের ১১ দফা দাবি তুলে ধরেন।

এর মধ্যে রয়েছে- শিক্ষক সংকট দ্রুত দূর করা, আইসিটি ল্যাব আধুনিকীকরণ, কলেজ মাঠ সংস্কার ও শিক্ষার্থীবান্ধব ব্যবহার নিশ্চিত করা, শ্রেণিকক্ষ সংকট নিরসনে নতুন ভবন নির্মাণ, মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা, অপ্রয়োজনীয় ভবন ভেঙে পরিবেশবান্ধব প্রকল্প তৈরি, পর্যাপ্ত মাল্টিমিডিয়া ক্লাস চালু, বিজ্ঞানাগার সংস্কার, সহপাঠ কার্যক্রম জোরদার, ক্যান্টিন চালু ও ছাত্রাবাস নির্মাণ।

রোহান বলেন, “পাকিস্তান আমলের পুরোনো পলিটেকনিক ভবনকে নাম পরিবর্তন করে প্রথমে বরিশাল কমার্শিয়াল কলেজ করা হয়। ২০১৬ সালে এটি আলেকান্দা সরকারি কলেজ ঘোষণা দেওয়া হলেও আজও অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। এমনকি ২০২৩ সালে ভবনের সিলিং ভেঙে শিক্ষার্থী আহত হওয়ারপরও কোনো সংস্কার হয়নি।” তিনি আরও বলেন, “আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি পালন করা হবে।”

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, এই আন্দোলনের উদ্দেশ্য রাজনৈতিক নয়; বরং কলেজের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা। তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে কলেজটিকে একটি আধুনিক ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানান।