Image description

কুমিল্লার লাকসামে বৃহস্পতিবার সকালে মো. আবুল কালাম কলেজ এ বছর এইচএসসি পরীক্ষায় উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে। চলতি বছর এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৯৭ দশমিক ৯৬ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। কুমিল্লা শিক্ষাবোর্ডে ফলাফল ভরাডুবির মাঝে আবুল কালাম কলেজের এমন চমকপ্রদ সাফল্যে উচ্ছ্বসিত প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা।

কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে প্রকাশিত ফলাফলে জানা যায়, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় লাকসামের আবুল কালাম কলেজ থেকে ৪৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৪৮ জন শিক্ষার্থীই কৃতকার্য হয়েছে। পাশের হার ৯৭ দশমিক ৯৬ শতাংশ। ফলাফলে আবুল কালাম কলেজ লাকসাম উপজেলায় প্রথম স্থান ও কুমিল্লা শিক্ষা বোর্ডে পঞ্চম স্থান অধিকার করে সাফল্য অর্জন করে। 

আবুল কালাম কলেজ কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আবুল কালাম কলেজের প্রতিষ্ঠাতা ও চৈতী গ্রুপের সিইও মোহাম্মদ আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, কলেজ অধ্যক্ষ শাহারিয়ার হুদা সহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক নেতৃবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীরা প্রধান অতিথি আবুল কালামকে ফুল দিয়ে বরণ করেন।