Image description

'এক দেশ এক রেট, বাঁচলে কৃষক বাঁচবে দেশ'– এই স্লোগানে ন্যায্য মূল্যে সার, বীজ ও কীটনাশক পাওয়ার দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়ন কৃষক সমাজের উদ্যোগে সিংজুরী বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সিংজুরী ইউনিয়ন ও আশেপাশের দুই শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক মো. তোজাম্মেল হক তোজা, স্থানীয় কৃষক আলেক মিয়া, মিনহাজ উদ্দিন, আলতাব হোসেন মন্টু, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, আব্দুল হক, তোরাব আলী ও মিজানুর রহমান।

বক্তারা বলেন, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বীজ, সার ও কীটনাশকের বাজারকে সিন্ডিকেটমুক্ত ও নিয়ন্ত্রিত পরিবেশে রাখার দাবি জানান তারা।

জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক মো. তোজাম্মেল হক তোজা বলেন, এই মানববন্ধনের উদ্দেশ্য কাউকে ছোট করা নয়; আমাদের একটাই দাবি কৃষক যেন ন্যায্য মূল্যে ও হয়রানিমুক্তভাবে সার পায়। কিছু অসাধু ডিলার কৃত্রিম সংকট তৈরি করে সরকারি দামের চেয়ে প্রতি বস্তায় এক হাজার টাকা পর্যন্ত বেশি দামে সার বিক্রি করছে, যা অযৌক্তিক। আমরা চাই সরকার নির্ধারিত মূল্যে কৃষক সার পাক।

এ সময় তিনি সরকারের যথাযথ কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।