খুলনায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগে মো. নাজমুল হাসান মোল্লা নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে মহানগরীর লবণচরার সবুজপল্লী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নাজমুল হাসান মোল্লা ওই এলাকার রাজ্জাক মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম।
ওসি বলেন, পারিবারিক কলহের জেরে নাজমুল হাসান মোল্লা তার স্ত্রী ডলি বেগমকে (৪৫) হত্যা করেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় নাজমুলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ভোরে ঘুমন্ত অবস্থায় তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরি দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন তিনি।
তিনি আরো বলেন, ‘লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Comments