নাসিরনগরে ভিক্ষার বিকল্প কর্মসংস্থান সৃষ্টির সহায়ক উপকরণ বিতরণ
ভিক্ষাবৃত্তি হতে নিবৃত্ত করা ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২৩ অক্টোবর বিকেলে নাসিরনগর উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয় কর্তৃক ৭ জন তালিকাভুক্ত ভিক্ষুককে বিনামূল্যে বিকল্প কর্মসংস্থান সহায়ক উপকরণ প্রদান করা হয়েছে।
বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচি’র আওতায় নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অনাড়ম্বর পরিবেশে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন উপজেলার ৭ জন তালিকাভুক্ত ভিক্ষুকের মাঝে ভ্যানগাড়ি, অটোরিকশা, ছাগল, মুদি ব্যবসার মালামাল ইত্যাদি উপকরণ বিতরণ করেন।
এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাকেশ পাল, স্থানীয় সংবাদকর্মী, সেবা গ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। বিকল্প কর্মসংস্থান সৃষ্টির জন্য নিম্নোক্ত ভিক্ষুকদের মাঝে নিম্নোক্ত সামগ্রী বিতরণ করা হয়েছে: মোছা: আয়েশা বেগম (ভ্যানগাড়ি ও প্লাস্টিকের মালামাল), মারুফা বেগম (অটোরিকশা), হোসেনা বেগম (মুদি দোকানের মালামাল), জয় রানী দেবনাথ (ছাগল), বিষ্ণু সরকার (শুঁটকি), রুপবানু বেগম (ছাগল) এবং রৌশন আলী খাঁ (চা ও মুদি দোকানের মালামাল)।
Comments