Image description

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাকের চাপায় আসিফ হাসান (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভূরুঙ্গামারী-সোনাহাট বন্দর সড়কে পাটেরশ্বরী ফেডারেশন নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আসিফ হাসান উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সে পাটেরশ্বরী বরকতিয়া উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসিফ হাসান বাই সাইকেল যোগে পাটেরশ্বরী বাজার থেকে বাড়ি যাওয়ার পথে সোনাহাট স্থলবন্দর থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক পিছন দিক থেকে সাইকেলে থাকা আসিফকে চাপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় পথচারী ও এলাকাবাসীরা ঘটনাস্থলে এসে ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা করে। এসময় ট্রাকের ড্রাইভার ট্রাক নিয়ে কৌশলে পালিয়ে যায়।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের জন্য নিহতের পরিবারের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।