Image description

গাজীপুরের টঙ্গী টিএন্ডটি এলাকার বিটিসিএল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মহিবুল্লাহ মাদানীকে অপহরণের একদিন পর পঞ্চগড় থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর থানার হেলিপ্যাড বাজার এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

মাওলানা মহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তার বাবাকে একটি গাছের সঙ্গে লোহার শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে নিখোঁজ হন মাওলানা মহিবুল্লাহ। সারাদিন তার খোঁজ না পেয়ে ওই দিন রাতেই পরিবার টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাওলানা মহিবুল্লাহ মাদানী তার জুমার খুতবায় সামাজিক অবক্ষয় রোধে নিয়মিত সচেতনতামূলক বক্তব্য দিতেন। সম্প্রতি তিনি ইসকন সংগঠন এবং হিন্দু সম্প্রদায়ের কতিপয় সদস্যের বিরুদ্ধে মুসলিম মেয়েদের প্রতারণা করে ধর্মান্তরিত করার অভিযোগ তুলে বয়ান দিয়েছিলেন। এর পর থেকেই তাকে অজ্ঞাত সূত্র থেকে হুমকি দেওয়া হচ্ছিল এবং একাধিক উড়ো চিঠিও পাঠানো হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "আমরা মাওলানা মহিবুল্লাহ মাদানীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।"