Image description

নাটোরের বড়াইগ্রামে বাড়ির আঙ্গিনায় রাখা গরুর চাড়ির পানিতে ডুবে আলী হোসেন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 
শুক্রবার উপজেলার জোনাইল ইউনিয়নের দ্বারিকুশী গ্রামে এই ঘটনা ঘটে। 

আলী হোসেন ওই গ্রামের নাইম হোসেনের ছেলে। স্থানীয় ওয়ার্ড সদস্য সাহেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, নাইম হোসেনের বাড়ির আঙ্গিনায় পুকুরে খাবার দেবার কাজে ব্যবহৃত একটি বড় চাড়ি (মাটি বা সিমেন্টের তৈরি বড় গামলা বিশেষ) তে পানি ভরা ছিল। এ সময় আলী হোসেনকে উঠানে খেলতে দিয়ে তার মা গৃহস্থালী কাজ করছিলেন। কিছুক্ষণ পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্বজনরা চাড়ির পানিতে ভাসমান তার অচেতন দেহ দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।