Image description

সন্দ্বীপ উপজেলার প্রধান গুপ্তছড়া সড়কে ২৮ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান থাকায় সড়কের এক পাশে নির্মাণ কাজ এবং অন্য পাশে সীমিত যান চলাচল অব্যাহত রয়েছে। এতে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও জনদূর্ভোগ।

যানজট এড়াতে বাস, ট্রাক ও ছোট যানবাহনগুলো বিকল্প হিসেবে গুপ্তছড়া সড়কের দক্ষিণে মুছাপুর–পণ্ডিতের হাট সড়ক ব্যবহার করছে। কিন্তু অতিরিক্ত চাপের কারণে ওই সড়কের একটি কালভার্ট ভেঙে পড়েছে। ফলে বড় ধরনের যানবাহনের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে, যা স্থানীয়দের দুর্ভোগ আরও বাড়িয়েছে।

এ অবস্থায় দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তবে প্রশাসনিক উদ্যোগের অপেক্ষা না করে মুছাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চুনু মিয়ার বাড়ির বাসিন্দা যুবক আবদুল হালিম (৩৭) নিজ উদ্যোগে শুক্রবার (২৪ অক্টোবর) কালভার্টটি সংস্কারের কাজ শুরু করেছেন।

স্থানীয়রা তার এই মানবিক ও উদ্যোগী ভূমিকার প্রশংসা করেছেন। তারা বলেন, “সমাজে যদি এ ধরনের তরুণেরা জনগণের সুবিধার্থে এগিয়ে আসে, তবে গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে বড় ধরনের পরিবর্তন আসবে।”