Image description

নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং তাদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে। সোমবার প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার অন্তর্বর্তীকালীন সরকারের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের সাম্প্রতিক এক মন্তব্য ঘিরে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করা হয়েছে। সরকারের সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করার বিষয়টি সঠিক নয়; বরং সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে।