হবিগঞ্জের মাধবপুরের ঢাকা- সিলেট মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই দুইজন নিহতসহ আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী।
আজ রবিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজার থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস উপজেলার বেজুড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং অন্তত ৩০ জন যাত্রী আহত হন। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি৷ খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদ উল্লাহ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি৷ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনা তদন্তে একটি টিম কাজ করছে।




Comments