আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় পূবালী ব্যাংক লিমিটেডের ৫১১তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার চান্দাইকোনা বাজারের ফকিরবাড়ি রোডে ব্যাংকটির শাখা কার্যালয়ের উদ্বোধন করেন পূবালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগ) মো. ফয়জুল হক শরীফ। সভাপতিত্ব করেন বগুড়া অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক এএসএম রায়হান শামীম।
প্রধান অতিথি মো. শাহনেওয়াজ খান বলেন, “পূবালী ব্যাংক লিমিটেড সর্বোত্তম ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। রায়গঞ্জ উপজেলাবাসীর কাছে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে চান্দাইকোনায় এ শাখা উদ্বোধন করা হয়েছে।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




Comments