Image description

দিনাজপুরের বিরল উপজেলা জামায়াতের আমির ও বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ আব্দুর রশিদের বিরুদ্ধে জমি দখল সংক্রান্ত বিষয়ে মিথ্যা বানোয়াট ও মানহানিকর সংবাদ প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামী ও স্থানীয় এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

সোমবার সকাল সাড়ে ১০টা হতে ১১টা পর্যন্ত উপজেলার নাড়াবাড়ী হাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখা ও ৪নং শহরগ্রাম ইউনিয়ন এর এলাকাবাসীর পৃথক পৃথক ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে উপজেলা জামায়াতের নেতাকর্মীসহ শহরগ্রাম ইউনিয়নের শত শত মানুষ অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, গত দুইদিন আগে দীপ্ত টিভির ফেসবুক পেইজে বিরল উপজেলা আমির আব্দুর রশিদের বিরুদ্ধে একটি সংবাদ লাইভ পরিবেশন করা হয়। ওই সংবাদে একতরফা বাদীর মিথ্যা বানোয়াট ও অসত্য তথ্য সম্বলিত বক্তব্য প্রচার করা হয়েছে। এখানে বিবাদীর কোন বক্তব্য প্রচার করা হয়নি। অথচ বিবাদীর বক্তব্য থাকলে আসল তথ্য বেরিয়ে আসতো। 

বক্তারা মানববন্ধন থেকে সঠিক তথ্য প্রচার করে বিবাদীর বিরুদ্ধে আনীত মিথ্যা অভিযোগ জনগণের সামনে প্রকাশের দাবি জানান। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।

মানববন্ধনে গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন; আব্দুর রহমান বিপ্লব, রাকিজুল ইসলাম, বেলাল হোসেন, মোজাম্মেল হক প্রমূখ।

উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষে বক্তব্য রাখেন, জামায়াত নেতা সোহেল রানা দুলাল, আদিল হোসেন, রুবেল ইসলাম, হাফেজ নুর ইসলাম প্রমূখ।