Image description

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলিবিদ্ধ মুকুলের ঘটনার তিন দিন অতিবাহিত হলেও এখনো কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ। ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত ২৪ অক্টোবর শুক্রবার রাতে নবীনগর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মফিজুর রহমান মুকুলকে নিজ বাড়ির গেটে অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার এভার কেয়ার হাসপাতালে পাঠানো হয়। গত ২৫ অক্টোবর মফিজুর রহমান মুকুলের একটি অপারেশন হয়। তবে ডাক্তার বলছেন অবস্থার উন্নতি হলেও এখনো আশঙ্কা মুক্ত নন। 

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য হযরত আলী বলেন, মুকুল ভাই ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

ঘটনার পর থেকেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো পর্যন্ত হামলাকারীদের শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ শাহীনুর ইসলাম বলেন, আমরা ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছি। বিভিন্ন দিক যাচাই-বাছাই চলছে। আশা করছি দ্রুতই ঘটনার ক্লু উদ্ঘাটন সম্ভব হবে। এই ঘটনা উদঘাটনের জন্য একাধিক টিম মাঠে কাজ করছে। 

এদিকে, তিন দিনেও কোনো অগ্রগতি না হওয়ায় গুলিবিদ্ধ মুকুলের পরিবার চরম উদ্বেগে রয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে নবীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।

অনেকে আশঙ্কা প্রকাশ করে বলছেন মুকুলের গুলিবিদ্ধের ঘটনাও কি বউ সাজ বিউটি পার্লারের ঘটনার মতো আড়াল হয়ে যাবে?