Image description

পটুয়াখালীর বাউফলে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন লামিয়া বেগম নামের এক গৃহবধূ। কিন্তু নবজাতকদের জন্মের আনন্দ এখন দুশ্চিন্তায় পরিণত হয়েছে তাদের পরিবারের জন্য। স্বামী সোহেল হাওলাদারের ক্ষুদ্র মুদি দোকানের আয়েই চলছে সংসার, তাতে পাঁচ শিশুর যত্ন ও চিকিৎসার খরচ জোগানো কঠিন হয়ে পড়েছে।

গত ৬ অক্টোবর দুপুরে বরিশাল ডায়াবেটিক হাসপাতালে একসঙ্গে তিন পুত্র ও দুই কন্যাসন্তানের জন্ম দেন লামিয়া বেগম। স্বাভাবিকভাবে সন্তান জন্ম দেওয়ার এই বিরল ঘটনায় এলাকাজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। নবজাতকদের নাম রাখা হয়েছে— হাসান, হোসাইন, মোয়াজ্জেম, লাবিবা ও উমামা।

সোহেল হাওলাদার বলেন, “প্রতিদিন দুধ ও ন্যাপকিন কিনতে দেড় থেকে দুই হাজার টাকা খরচ হয়। সন্তানরা অসুস্থ হলে ডাক্তারের কাছে নিতে হয়। এত খরচ আমার পক্ষে চালানো অসম্ভব।” 

তিনি জানান, হাসপাতাল খরচ ও ধার-দেনায় ইতোমধ্যে প্রায় দুই লাখ টাকা ঋণ হয়েছে।

পরিবারের এই দুঃসময়ে এখন পর্যন্ত কেউ সহযোগিতার হাত বাড়ায়নি। সোহেলের শাশুড়ি শাহনাজ বেগম বলেন, “অনেকে দেখে গেছেন, কিন্তু সাহায্য কেউ করেননি। মা-মেয়ে মিলে সারাদিন বাচ্চাগুলোর যত্ন নিচ্ছি, এতে আমাদেরও কষ্ট হচ্ছে।”

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফ জানান, নবজাতকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে তদারকি করা হচ্ছে। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরিবারটিকে আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হবে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মুশফিকুর রহমান বলেন, “অসহায় পরিবার হিসেবে তারা চাইলে সমাজসেবা অধিদপ্তরের বরাদ্দ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।”