যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে সীতাকুণ্ডের কুমিরায় খাবার বিতরণ
চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আলমগীর মেম্বারের ব্যক্তিগত আয়োজনে গরীব অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এর আগে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটেন যুবদলের নেতৃবৃন্দ।
সোমবার(২৭অক্টোবর) বিকাল ৪টায় কুমিরাস্থ আলমগীর মেম্বারের বাড়িতে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গ্রামের ৫শত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। আলমগীর মেম্বারের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদল নেতা আব্দুল আলীম সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. কাদের সালাউদ্দিন, ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ ইকবাল, ২নং ওয়ার্ড সভাপতি ফসিউদ্দিন, ৩নং ওয়ার্ড সভাপতি জিয়া উদ্দিন, ৪নং ওয়ার্ড ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম, ৫নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ইউসুফ জামাল, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, ৬নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ কামরুল, সাধারণ সম্পাদক মোঃ রুবেল, ইউনিয়ন যুবদল নেতা আকবর আলী, ওয়ার্ড সভাপতি মো. ইসলাম, সাধারণ সম্পাদক সাইমন, ওয়ার্ড সভাপতি মো. সুমন, সাধারণ সম্পাদক মো. রাসেল, ওয়ার্ড সভাপতি মো. রুবেল, সাধারণ সম্পাদক সাইফুল, লতিফা সিদ্দিকী ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মো. সবুজ, সিনিয়র সহ-সভাপতি মো. মাসুম, প্রচার সম্পাদক পাভেল ইউনুস জিসান, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক মিসকাত হাসান, আইআইইউসির ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. রিপন, ওয়ার্ড ছাত্রদল নেতা বাপ্পি, সাইফুল ইসলাম প্রমুখ।




Comments