বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের মুগাকাঠী ৬ নং ওয়ার্ডের বাসিন্দা আনিস মোল্লার বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় এলাকাবাসী জানান আনিস অষ্টম বিয়ে করতে স্ত্রীকে মারধর করে তাড়ানোর চেষ্টা চালাচ্ছে।
আনিস এর সপ্তম স্ত্রী রোজিনা বেগম আড়াই বছর পূর্বে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ সংসারে একটি ফাতেমা নাম এক বছরের একটি কন্যা সন্তান রয়েছে কিন্তু হঠাৎ করে পূর্ববর্তী সাবেক এক স্ত্রীকে পুনরায় ঘরে তুলতেই এই স্ত্রীকে কে বেদম মারধর করে বাড়িছাড়া করার চেষ্টা চালাচ্ছে।
স্থানীয় মাহমুদ সরদার বলেন আনিস এ যাবত ৭টি বিয়ে করেন এর মধ্যে পূর্ববর্তী সংসারসহ তিনটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। তিনি নতুন বিয়ে করার পূর্বে স্ত্রীকে বেদম মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এরপর নতুন বউ ঘরে তুলেন কিছুদিন পরেই একই প্রক্রিয়া বৌদেরকে মারধর করে তাড়িয়ে বর্তমানে বিয়ের সংখ্যা ৭ এ দাঁড়িয়েছে।
এ বিষয়ে আনিসকে প্রশ্ন করলে তিনি বলেন, আগামী বৃহস্পতিবার স্থানীয়রা বিষয়টি নিয়ে সালিশ মীমাংসা বসবে। আনিস গ্রামের মৃত কুদ্দুস মৌলবির পাঁচ নম্বর পুত্র।




Comments