বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার সকালে রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ব্যানার ও ফেস্টুন হাতে শত শত নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে পুরো শহর উৎসবমুখর হয়ে ওঠে। স্লোগানে মুখরিত হয় রাজবাড়ীর প্রধান সড়ক।
র্যালিতে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল। এ সময় উপস্থিত ছিলেন—এডভোকেট নেকবার মনি, আব্দুল্লাহ আল মামুন সম্রাট, মহিউদ্দিন আহমেদ গিটার, খায়রুল ইসলাম রানা, সোহেল, কাওসার মাহমুদ, মনোয়ার হোসেন মিন্টু, মামুনুল ইসলাম রনিসহ জেলা ও উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।
র্যালি শেষে রাজবাড়ী শহীদ স্মৃতি চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-০১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, কে.এ. মজিদ বিশ্বাসসহ দলের অন্যান্য নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে রাজবাড়ীতে বিএনপির সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। যুবদলের অনেক নেতাকর্মী হামলা ও মামলার শিকার হয়েছেন, তবুও তারা রাজপথে থেকে নতুন বাংলাদেশ গড়ার লড়াই চালিয়ে যাচ্ছেন। তারেক রহমান আমাদের আহ্বান জানিয়েছেন—সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য।”
উৎসবমুখর এ আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় উচ্ছ্বাস ও ঐক্যের বার্তা নিয়ে।




Comments