ভোটার না এলে মাথায় কাজ করেনা, বেলা ১২টার আগেই ব্যালট ভরে নির্দিষ্ট মার্কায়: এসএম জিলানী
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী বলেছেন, “বিগত দিনে জাতীয় সংসদ নির্বাচনে ভোটার না এলে মাথায় কাজ করেনা, তখন বেলা বারোটার মধ্যেই ব্যালট ভরে নির্দিষ্ট মার্কায়। কেন ভাই? অনেকে বলেন নৌকা টুঙ্গিপাড়ার মার্কা—আমি তা বিশ্বাস করি। পার্লামেন্ট নির্বাচনে যিনি এখান থেকে নির্বাচন করেন তিনি বড় নেত্রী, তার প্রতি এলাকার মানুষের বিশ্বাস থাকার কথা ছিল। তাহলে ভোট কাটা হল কেন?”
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোক্তার হোসেন মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কাজী আবুল খায়ের।
এ সময় আরও উপস্থিত ছিলেন, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, গোপালগঞ্জ জেলা যুবদলের সভাপতি রেয়াজউদ্দিন লিপটন, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক শেখ জেহাদুল ইসলাম বাবুসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে এসএম জিলানী আরও বলেন, “টুঙ্গিপাড়ার অনেক মানুষ সামাজিকভাবে সচেতন। তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে চান, কিন্তু বিগত দিনে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। বিশেষ প্রতীকের প্রভাবেও প্রশাসন ব্যবহার করে ভয়ভীতি দেখানো হয়েছে বিরোধীদের।”
তিনি আরও বলেন, “আমরা পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাস করি। যে রাজনীতি দেশের ও মানুষের কল্যাণে কাজ করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাদের পাশে থাকুন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, জনগণকে ছেড়ে কোথাও যাব না—একবার সুযোগ দিন।”
অনুষ্ঠান শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক মনোযোগ সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়।




Comments