মাদারীপুরের রাজৈরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে পুলিশ। এসময় একজনকে আটক করা হয়। সোমবার গভীর রাতে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের শারিস্তাবাদ এলাকা ও ফরিদপুরের ভাঙ্গা থানার নাওড়া সীমান্ত থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম আজিবর নাজির (৫৪)। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর গ্রামের মৃত বারেক নাজিরের ছেলে এবং পেশায় ট্রাকচালক।
রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ খান জানান, রাত ১টা ১০ মিনিটের দিকে তার নেতৃত্বে পুলিশের একটি দল যৌথ অভিযান চালায়। এ সময় আজিবর নাজিরকে আটক করা হয় এবং তার ব্যবহৃত মিনি ট্রাক (নম্বর: ঢাকা মেট্রো-ন-১৮৩৯৪২) জব্দ করা হয়।
তল্লাশির সময় ট্রাক থেকে দুটি রামদা, একটি হকিস্টিক ও কয়েকটি লাঠিসোটা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার অন্তত পাঁচ সহযোগী পালিয়ে যায় বলে জানা গেছে।
ওসি মাসুদ খান আরও বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, স্থানীয় বংশগত বিরোধের জেরে সম্ভাব্য সংঘর্ষের প্রস্তুতি হিসেবে এসব অস্ত্র মজুত করা হয়েছিল। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।




Comments