Image description

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাসিমপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। দুর্গাপূজার সময় ঘটে যাওয়া এ ঘটনায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে ক্ষতিগ্রস্তরা।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলেন; রঞ্জিত সূত্রধর (৬০), পিতা মৃত মনোরঞ্জন সূত্রধর; বিশাল সূত্রধর (২৫), পিতা বিশ্বজিৎ সূত্রধর; এবং সুইটি সূত্রধর (২৫), স্বামী মানিক সূত্রধর। আগুনে তাদের বসতঘরসহ সব আসবাবপত্র সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়।

স্থানীয়দের ধারণা, দুর্গোৎসব চলাকালীন সময়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে তিনটি পরিবারের সবকিছু পুড়ে যায়।

ঘটনার পর মাধবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার (২৮ অক্টোবর) দুপুরে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৭ হাজার ৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা ও দুই বান করে ঢেউটিন প্রদান করা হয়।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন, স্থানীয় ৬নং ওয়ার্ড সদস্য আব্দুল মান্নান। তিনি উপজেলা প্রশাসনের পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ ও ঢেউটিন তুলে দেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য অতিরিক্ত সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনায় রয়েছে।