Image description

সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সরকার সমাজের দুঃস্থ এবং অসহায়দের সহায়তা করছে জানিয়ে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সারাদেশে মেডিকেলগুলোতে অসহায় রোগীদের ওষুধ কেনার জন্য বছরে ২৪ কোটি টাকা সহায়তা করে সরকার। চট্টগ্রামের বিভিন্ন এতিমখানা এবং অনাথ আশ্রমগুলোতে ১৩ হাজার শিশুকে অর্থ সহায়তা এবং ৯৭ হাজার প্রতিবন্ধীকে সহায়তার আওতায় আনা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বিগত অর্থবছরে সরকার ৪ কোটি অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। সমাজের অনাথ, দুঃস্থ, বিধবা, প্রতিবন্ধী মানুষকে সহায়তা করা সরকারের দায়িত্ব। সারাদেশে ভিক্ষাবৃত্তি বন্ধে সমাজসেবা কার্যালয় কাজ করছে।

অসহায় মানুষের সহায়তায় বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে উপদেষ্টা আরও বলেন, "চট্টগ্রামে অনেক বড় বড় মানুষ আছেন, তাদের মন বিশাল। কোনো অসহায় মানুষকে এক বেলা আহার করিয়ে যে প্রশান্তি পাওয়া যায়, তা অন্য কোনো কাজে পাওয়া যায় না। তাই সমাজের প্রান্তিক অসহায় মানুষের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহবান জানাচ্ছি।"

আ ফ ম খালিদ হোসেন বলেন, চট্টগ্রাম সমাজসেবা কার্যালয় অসহায় দুঃস্থদের জন্য মানবিক কার্যক্রম পরিচালনা করছে। "ইউরোপে কোনো মানুষ সকালের নাস্তার জন্য তিনটি বার্গার কিনলে একটি চ্যারিটির জন্য রেখে দেয়, যাতে কোনো অসহায় মানুষ আসলে সেখান থেকে নিতে পারে।"

চট্টগ্রাম জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ফাহমিদা বেগম, উপপরিচালক হাফেজ মো. আমানুল্লাহ বিশেষ অতিথির বক্তব্য রাখেন।