Image description

কুমিল্লার মুরাদনগরে নিখোঁজ হওয়ার সাত দিন পর সাত বছর বয়সী আদিবা জাহান মীমের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাঙ্গুরা বাজার থানার সিমানারপাড় গ্রামের কাদা-পানিভরা একটি জায়গা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। শিশুটির হাতে ও গলায় রশি বাঁধা থাকায় তার মৃত্যু ঘিরে এলাকায় গভীর রহস্যের সৃষ্টি হয়েছে। হাসিখুশি আদিবার এমন মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার বিকেলে বাড়ির উঠানে খেলা করছিল আদিবা। এরপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বহু খোঁজাখুঁজির পর আজ দুপুর দুইটায় গ্রামের পাশের একটি জলাবদ্ধ জায়গায় শিশুটির মরদেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

আদিবার বাবা হানিফ মিয়া কাঁদতে কাঁদতে বলেন, "কাদা পানিতে মেয়ের লাশ পাওয়া গেছে। যদি ডুবে মরতো, তাহলে ভেসে উঠতো। নিশ্চয়ই কেউ আমার মেয়েকে মেরে ফেলে রেখেছে। আমি এই রহস্যের সঠিক তদন্ত চাই।" আদিবার মা জান্নাত আক্তার বারবার অজ্ঞান হয়ে পড়ছেন এবং তার বিলাপে পুরো গ্রামে শোকের মাতম ছড়িয়ে পড়েছে। প্রতিবেশীরাও আদিবার অকাল মৃত্যুর খবরে শোকাচ্ছন্ন।

স্থানীয় মেম্বার মোঃ আউয়াল জানান, আদিবার হাতে ও গলায় রশি পেঁচানো ছিল। লাশের অবস্থা দেখে স্থানীয়রা মনে করছেন মীম পানিতে ডুবে মারা যায়নি।

বাঙ্গুরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, "আমরা মৃত্যুর রহস্য খতিয়ে দেখব।"