Image description

পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী নারীকে (২৫) কে ধর্ষণের অভিযোগে মো জালাল হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের চর কালাইয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। 

জালাল হাওলাদার ওই ইউনিয়নের মৃত রশিদ হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই প্রতিবন্ধী নারীকে উত্যক্ত করে আসছিলেন জালাল হাওলাদার। গতকাল রাতে ভুক্তভোগী নারী রান্নাঘরে কাজ করছিলেন, এ সময় জালাল পেছন দিক থেকে এসে মুখ চেপে ধরে পাশের বাগানে নিয়ে যায় এবং সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময়ে ওই নারীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে ঘটনাস্থল থেকে জালাল হাওলাদারকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে রাত দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, “অভিযোগ পেয়েছি। অভিযুক্ত জালাল হাওলাদারকে রাতে আটক করা হয়েছে এবং আজ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।