Image description

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পূর্ব ধনিরামে আবাসনগামী খালের ওপর নির্মিত দুর্যোগ ও ত্রাণ বিভাগের ৪০ ফুট দৈর্ঘ্যের সেতুটি নির্মাণের তিন মাস যেতে না যেতেই  সেতুটি ভেঙে  পড়ার ছয় বছর পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি নতুন ব্রিজ। এতে ড্রামের ভেলাতেই ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন স্থানীয়রা। গ্রামের একমাত্র সংযোগ সেতুটি ভেঙে যাওয়ায় দুভোর্গ পোয়াতে হচ্ছে স্কুলগামী শিক্ষার্থী, কৃষক,কর্মজীবী মানুষসহ দুই গ্রামের ৫ হাজারের বেশি মানুষের। 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সেতুটি মেরামত না হওয়ায় এখন এলাকাবাসীর একমাত্র ভরসা সেই অস্থায়ী ড্রামের ভেলা । এতে করে ড্রামের  ভেলায় পরাপারের সময় প্রতিনিয়ত দুর্ঘটনা শিকার হচ্ছেন স্কুল শিক্ষার্থীসহ  অন্যান্যরা, কৃষি পণ্য আনা নেওয়া করতে বিপাকে পড়েছেন কৃষকরা ,জন দুর্ভোগ কমাতে দ্রুত একটি নতুন ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর। 


স্থানীয় গ্রামবাসী আবেদ আলী, মকবুল ও পনির উদ্দিন বলেন,নির্মাণের তিন মাসের মধ্যে যাওয়ার ৬ বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত এখানে একটি নতুন ব্রিজ নির্মাণ হয়নি,সেই থেকে আমরা ঝুঁকি নিয়ে ড্রামের ভেলায় যাতায়াত করছি, এতে প্রায় সময় আমার দুর্ঘটনার স্বীকার হই,আমাদের কষ্ট লাঘবে আবারো একটি নতুন ব্রিজ নির্মাণের দাবি জানাচ্ছি। 

স্থানীয় শিক্ষার্থী, জেসমিন,রুবেল নুরনাহার  জানান, দীর্ঘদিন ধরে ড্রামের ভেলাতে করে ঝুঁকি নিয়ে  স্কুলে যাতায়াত করছি, মাঝে মাঝে মাঝে আমরা ড্রামের ভেলা থেকে পড়ে যাই, বইপত্র ভিজে যায়, আমাদের স্কুল যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে,এখানে একটি নতুন ব্রিজ হলে আমাদের স্কুল যাতায়াতের সুবিধা হবে।  

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজউদ্দৌলা জানান, ওই খালের উপর আমরা ৪০ ফিট একটি ব্রিজ করেছিলাম খালের দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় ব্রিজটি ভেঙে পড়েছে, বর্তমানে আরও বেশি  খালের দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ায় সেখানে নতুন করে  ব্রিজ নির্মাণ সম্ভব নয়। 

উপজেলা প্রকৌশলী মামুনুর রহমান জানান, যেহেতু আগের ব্রিজটি দুর্যোগ মন্ত্রণালয় করেছে, তাই আমার মনে হচ্ছে সেই রাস্তার কোন আইডি নেই, আইডি ছাড়া আমরা ওই রাস্তায় কোন ধরনের ব্রিজ নির্মাণ করতে পারবো না।