সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইছামতী বাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে গুরুতর আহত ব্যবসায়ী মানিক মিয়া (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৩ নভেম্বর) ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে ইছামতী বাজারে বনগাঁও ও লুবিয়া গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ছয় থেকে সাতজন আহত হন।
গুরুতর আহতদের মধ্যে বনগাঁও গ্রামের ব্যবসায়ী ও চুনাপাথর আমদানিকারক মানিক মিয়াকে প্রথমে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়।
এর আগে গত শুক্রবার (৩১ অক্টোবর) মানিক মিয়ার স্ত্রী শাহিনুর বেগম বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে এবং তাঁদের রিমান্ড আবেদন করেছে বলে জানান ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
স্থানীয়রা জানান, মানিক মিয়া ছিলেন এলাকার সৎ, পরিশ্রমী ও জনপ্রিয় ব্যবসায়ী। সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে সংঘর্ষের ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।
                



               
Comments