Image description

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল তাদের আন্তর্জাতিক মৌসুম শেষ করতে চলেছে দুটি প্রীতি ম্যাচ দিয়ে। আগামী ১৫ নভেম্বর সেনেগালের বিপক্ষে এবং ১৯ নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই দুটি ম্যাচের জন্য কোচ কার্লো আনচেলত্তি ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন, যেখানে অপ্রত্যাশিতভাবে বাদ পড়েছেন দলের পোস্টার বয় নেইমার। তবে দলে সুযোগ পেয়েছেন তিন নতুন মুখ, যা আনচেলত্তির কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দেয়।

নেইমার সম্প্রতি চোট থেকে সেরে উঠে সান্তোসের হয়ে মাঠে ফিরেছেন। কিন্তু কোচ আনচেলত্তি জানিয়েছেন, তাকে এখনই জাতীয় দলে ফেরানোর সময় হয়নি। আনচেলত্তি বলেন, "নেইমারের সঙ্গে আমার এখনও কথা হয়নি। তাকে পুরোপুরি ফিট হতে সময় দিতে হবে।" এই আন্তর্জাতিক বিরতিতে নেইমার বিশ্রামে থাকবেন, যা তাকে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার সুযোগ দেবে।

আনচেলত্তি নতুন প্রতিভাদের সুযোগ দিয়ে দলের বেঞ্চকে শক্তিশালী করতে চাইছেন। এই দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন পালমেইরাসের ফরোয়ার্ড ভিতর রক, আল ইত্তিহাদের মিডফিল্ডার ফাবিনিও এবং বাহিয়ার লেফট ব্যাক লুসিয়ানো জুবা। ফাবিনিওর এটি ২০২২ সালের পর জাতীয় দলে ফেরা। লুসিয়ানো জুবা ঘরোয়া মৌসুমে বাহিয়ার হয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়ে নজর কেড়েছেন, ৫৬ ম্যাচে ৬ গোল ও ৮ অ্যাসিস্টের রেকর্ড তার। আনচেলত্তি জুবার প্রশংসা করে বলেন, "জুবা শুধু ডিফেন্ডার নয়, মাঝমাঠেও অবদান রাখে। কৌশলগত দিক থেকে সে অনেক গুরুত্বপূর্ণ।"

রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়রও দলে আছেন, যদিও সম্প্রতি বার্সেলোনার বিপক্ষে বদলি নেওয়াকে কেন্দ্র করে তিনি বিতর্কে জড়িয়েছিলেন। আনচেলত্তি অবশ্য জানিয়েছেন যে বিষয়টি সমাধান হয়ে গেছে, এবং ভিনিসিয়ুস এখনও দলের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।

ব্রাজিলের সাম্প্রতিক ফর্ম মিশ্র। গত মাসে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে হারালেও জাপানের কাছে ৩-২ গোলে হেরেছিল দলটি। তাই আনচেলত্তি এই প্রীতি ম্যাচগুলো ব্যবহার করে নতুন খেলোয়াড়দের যাচাই করতে এবং বিশ্বকাপের আগে সেরা সমন্বয় খুঁজে বের করতে চাইছেন। তিনি বলেন, "আমরা কয়েকজন নতুন খেলোয়াড়কে যাচাই করছি। বিশ্বকাপের আগে সেরা সমন্বয় খুঁজে বের করাই এখন লক্ষ্য।"

ব্রাজিলের দলের সমন্বয়ক রদ্রিগো কাইতানো জানিয়েছেন, আগামী মার্চে যুক্তরাষ্ট্রে ইউরোপের দুটি দলের বিপক্ষে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপরই শুরু হবে ২০২৬ বিশ্বকাপের কাউন্টডাউন, যা যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আয়োজিত হবে।

ব্রাজিলের সম্পূর্ণ স্কোয়াড:

গোলকিপার: এদেরসন, বেন্তো, হুগো সুজা।

ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, কাইও হেনরিক, দানিলো, এদের মিলিতাও, ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালাইস, লুসিয়ানো জুবা, মারকিনিওস, পাওলো হেনরিক, ওয়েসলি।

মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারেস, কাসেমিরো, ফাবিনিও, লুকাস পাকেতা।

ফরোয়ার্ড: এস্তেভাও, জোয়াও পেদ্রো, লুইজ হেনরিক, মাতেউস কুনিয়া, রিচার্লিসন, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র, ভিতর রক।