Image description

যশোরের মনিরামপুরে মোটরসাইকেল ও পাওয়ার টিলারের সংঘর্ষে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার বাকোসপোল বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ‍উপজেলাার চাঁদপুর গ্রামের রনজিত কুমার (৪৯) ও তার স্ত্রী পাপিয়া কুমার দাস। বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান।

তিনি জানান, রনজিত কুমার তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে ঝিকরগাছা থেকে মনিরামপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাকোসপোল বাজারে পৌঁছালে তাদের মোটরসাইকেলটির সঙ্গে একটি পাওয়ার টিলারের সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।