একদিকে বলিউড বাদশা, অন্যদিকে স্নেহের বাবা—শাহরুখ খান যে দুটো ভূমিকাতেই সমান পারদর্শী, তার প্রমাণ মিলল আরও একবার। মেয়ে সুহানা খানের বলিউড অভিষেক ‘কিং’ সিনেমার মাধ্যমে হতে চলেছে, আর সেই ছবির টিজার প্রকাশের প্রাক্কালে প্রকাশ্যেই মেয়েকে মিষ্টি ‘শাসন’ করলেন তিনি।
অভিনয় দুনিয়ায় পা রাখার পাশাপাশি ইতিমধ্যেই প্রসাধনী পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে লাইমলাইটে এসেছেন সুহানা খান। তারকা সন্তান হওয়ায় ‘নেপোকিড’ কটাক্ষও সহ্য করতে হয়েছে তাকে। তবে বাবা শাহরুখ খান মেয়ের বলিউড যাত্রাকে মসৃণ করতে কোনো কমতি রাখছেন না। আসন্ন ‘কিং’ সিনেমায় সুহানার ‘রক্ষাকর্তা’ হিসেবেই পর্দায় হাজির হবেন তিনি।
সম্প্রতি শাহরুখের জন্মদিনে বাবাকে শুভেচ্ছা জানিয়ে সুহানা এক টুইটে লিখেছিলেন, ‘বাদশার রাজকন্যা’। সেই টুইট শেয়ার করেই মেয়েকে এক বিশেষ উপদেশ দিলেন শাহরুখ, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায় অন্তর্জালে।
এক্স হ্যান্ডেলে সুহানার পোস্ট শেয়ার করে শাহরুখ লেখেন, ‘খুব ভালোবাসি তোমাকে। তবে ব্ল্যাক কফি খাওয়ার অভ্যাসটা কমাও। কারণ তুমি এখনও ছোট।’
শাহরুখের এই টুইটে বাবা-মেয়ের মিষ্টি বন্ধুত্বের এক ঝলক দেখতে পেয়েছেন অনুরাগীরা। ভক্তরা বলছেন, ‘হাজারও ব্যস্ততা সত্ত্বেও সন্তানের ছোটখাটো অভ্যাস নজর এড়ায় না শাহরুখের। এখানেই তো তিনি সবার থেকে আলাদা।’ অন্য একজন লিখেছেন, ‘শত ব্যস্ততা সত্ত্বেও পরিবারকে কীভাবে আগলে রাখা যায়, সেই পাঠ বাদশার কাছ থেকেই নেওয়া উচিত।’




Comments