ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের হাওয়া বইতে শুরু করেছে। আগামী বছর ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হবে এই মহাযজ্ঞ। বিশ্বকাপকে সামনে রেখে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস গতকাল ৫ নভেম্বর ২২টি দেশের জাতীয় দলের নতুন জার্সি উন্মোচন করেছে। এর মধ্যে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সিও রয়েছে।
অ্যাডিডাসের ডিজাইন করা আর্জেন্টিনার নতুন এই জার্সিতে তাদের চিরাচরিত আকাশি-সাদা ডোরাকাটা নকশা রাখা হয়েছে, যা তাদের বিগত তিন বিশ্বকাপের জয়ের জার্সি থেকে অনুপ্রাণিত। জার্সির বুকের মাঝে রয়েছে সোনালি প্যাঁচ, যা ২০২২ সালে কাতারে আর্জেন্টিনার সর্বশেষ বিশ্বকাপ জয়ের প্রতীক।
আর্জেন্টিনার নতুন এই বিশ্বকাপ জার্সির পেছনে ফুটবলে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী একজন ব্রাজিলিয়ানের অবদান আছে। তিনি ব্রাজিলিয়ান ডিজাইনার সার্জিও মারেকো। সংবাদমাধ্যম গ্লোবোকে দেওয়া এক সাক্ষাৎকারে মারেকো বলেন, ‘প্রাথমিকভাবে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়া আসরে পরিহিত প্রতিটি জার্সি থেকে নীল রঙের শেড নতুন নকশায় ব্যবহৃত হয়েছে। ফলে নীল রঙের তিনটি ভিন্ন শেড-ই থাকবে আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের জার্সিতে। স্ট্রাইপ ও গ্রেডিয়েন্টে আকাশি-সাদা রঙের ব্যবহার পুরোনো হলেও, মেসিদের নতুন জার্সিতে আধুনিকতার ছোঁয়া রাখার চেষ্টা করেছি।’
অ্যাডিডাসের ওয়েবসাইট এবং নির্দিষ্ট কিছু দোকানে ৬ নভেম্বর থেকে জার্সিটি পাওয়া যাবে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের এই জার্সি সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ১৮০ ডলারে (১২ হাজার থেকে ২২ হাজার টাকা) কেনা যাবে।
আর্জেন্টিনা ছাড়াও অ্যাডিডাসের ডিজাইন করা জার্সির তালিকায় আছে বেলজিয়াম, চিলি, কলম্বিয়া, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, জাপান, মেক্সিকো, সৌদি আরব, স্কটল্যান্ড, স্পেন, সুইডেন, ইউক্রেন এবং সংযুক্ত আরব আমিরাতের জার্সি।




Comments