Image description

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে লাভলু খান (৩২) নামের এক অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, বুধবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের রাজারচর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

লাভলু খান (৩২) ওই গ্রামের নাজির খানের ছেলে। টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম বিষয়টি নিশ্চত করেছেন। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাবল অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী লাভলু খানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল। তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।