Image description

নড়াইলের গোবরা বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় এক দোকানি অগ্নিদগ্ধ হলে তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বাজারের সাইফুল ইসলামের মুদি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা মুহূর্তেই পাশের দুটি দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় বাজার জামে মসজিদের মাইক থেকে আগুন লাগার ঘটনাটি প্রচার করা হলে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার পর দোকান থেকে মালামাল বের করার সময় মুদি দোকানি সাইফুল ইসলাম অগ্নিদগ্ধ হন। পরে তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডে সঞ্জয় দাস ও সাইফুল ইসলামের মুদি দোকান পুরোপুরি এবং আবুল বাশার মিয়ার মিষ্টির দোকান আংশিক পুড়ে গেছে।

নড়াইল ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার মাসুদ রানা জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।