Image description

সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে সক্রিয় ‘দুলাভাই বাহিনী’র দুই সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শনিবার ভোর ৬ টার দিকে গাবুরা খেয়াঘাট দিয়ে সুন্দরবনে প্রবেশের সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে ওই দুই বনদস্যুকে আটক করেন। পরে তাদের পুলিশে দেওয়া হয়।

এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র তৈরিতে ব্যবহৃত শতাধিক স্প্রিং, দা, হাতুড়ি, কুড়াল ও শাবলসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন— কয়রা এলাকার ইব্রাহিম গাজীর ছেলে বিল্লাল গাজী (৩০) এবং দাকোপ থানার জয়নগর গ্রামের মৃত জয়নাল খাঁর ছেলে আজহারুল খাঁ (২৮)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা বলেন, ‘আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’