Image description

সাতক্ষীরার শ্যামনগরে কাশিমাড়ী ইউনিয়নে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্মাণাধীন ৬০০ মিটার সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জনগণ ক্ষোভে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে এবং রাস্তার কার্পেটিং তুলে ফেলেছে।

স্থানীয়রা জানান, ইউনিয়নের ঘোলা রুহুল আমীনের বাড়ি থেকে ঘোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৬০০ মিটার সড়ক সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে নির্মাণ করা হচ্ছে। এই কাজে নিযুক্ত ঠিকাদার আব্দুর রাজ্জাক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ‘ম্যানেজ’ করে খেয়ালখুশি মতো রাস্তার কার্পেটিংয়ের কাজ করছেন বলে স্থানীয়দের অভিযোগ। বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে অবহিত করার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ ব্যাপারে ঠিকাদার আব্দুর রাজ্জাক বলেন, ‘কার্পেটিংয়ের কাজ পুনরায় করা হবে।’

সাতক্ষীরা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. রাফিউজ্জামান বলেন, ‘ঠিকাদারকে পুনরায় কাজের সিডিউল অনুযায়ী নির্মাণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।’