Image description

ফরিদপুরের ভাঙ্গা থানা ভাঙচুর মামলায় নিক্সন চৌধুরীর সহযোগী নজরুল শিকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কেএম কলেজপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন কালবেলাকে বলেন, গত ১৫ সেপ্টেম্বর থানা ভাঙচুর মামলার এজাহারনামীয় সাত নম্বর আসামি নজরুল শিকারী। তাকে কলেজপাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে থানা ভাঙচুরসহ ৩টি মামলা রয়েছে।

তিনি আরও বলেন, আইনপ্রক্রিয়া শেষে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।