হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে সাবিহা নামের এক তরুণীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার কুঠিরগাঁও গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সাবিহা ওই গ্রামের জুয়েল মিয়ার মেয়ে।
এর আগে, শনিবার শায়েস্তাগঞ্জ পুরান বাজার এলাকায় স্থানীয় মুসল্লিরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই তরুণীকে আটক করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




Comments