মাদারীপুরের কালকিনিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ফরাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাকে মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার রাতে কালকিনি পৌরসভার ৭নং ওয়ার্ডের উত্তর রাজদী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রেজাউল ফরাজী ওই এলাকার মৃত ছত্তার ফরাজীর ছেলে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রেজাউল ফরাজীর বিরুদ্ধে গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পৌরসভার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নামে ২০২১ সালের আরও একটি মামলা রয়েছে।
ওসি বলেন, ‘জিজ্ঞাসাবাদ শেষে তাকে মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে।’




Comments