গণতন্ত্র প্রতিষ্ঠা ও মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়াই দলের আদর্শ: আজহারুল ইসলাম
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত নেতা মো. আজহারুল ইসলাম মান্নান বলেছেন, এই দেশে আর কাউকে জনগণের ভোট নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা তুলে ধরে তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আপনার ভোট আপনি দিবেন।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল শান্তিনগর এলাকায় নারায়ণগঞ্জ মহানগর মহিলা দল আয়োজিত এক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা প্রচারণার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নান বলেন, আমরা জাতীয়তাবাদী দল করি, আমাদের দলের আদর্শ হল গণতন্ত্র এবং সকলের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া। তিনি আরও বলেন, বিগত ১৬ বছর আপনারা কিন্তু গডফাদারদের কারণে ভোট দিতে পারেন নাই।
খালেদা জিয়ার কারাভোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিগত স্বৈরাচার সরকার একটি মিথ্যা মামলা দিয়ে আমাদের আপোষহীন নেত্রীকে ৭ বছর জেলে রেখেছে। তাকে দেশ থেকে চলে যাওয়ার জন্য অনেক নীলনকশা করেছে কিন্তু তিনি দেশ ছেড়ে যান নাই।
নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনার এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।




Comments